কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় জিকে (গঙ্গা-কপোতাক্ষ) প্রধান ক্যানেল থেকে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাত পরিচয়ের ২৩ বছর বয়সী এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ভেড়ামারায় চন্ডিপুর এলাকার জিকে (গঙ্গা-কপোতাক্ষ) প্রধান ক্যানেলের পানি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকৃত ওই যুবতীর নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ভেড়ামারা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মনির জানান, সকালে ক্যানেলের পানিতে বিবস্ত্র নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
তবে এখনও ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পরে হয়তো তাকে হত্যা করা হতে পারে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।