কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় ১৬ বছর বয়সী এক স্কুল শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে বাল্যবিয়ে আয়োজনের অপরাধে কনের দাদাকে কারাদ-সহ চাচাতো ভাইকে জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ভেড়ামারা পৌরসভার ফারাকপুর এলাকায় এ অভিযান চালান ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।
আদালতসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার বিকেলে ভেড়ামারা পৌর এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় বাল্যবিয়ের আয়োজন করার দায়ে ‘বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭’ মোতাবেক কনের দাদা মোতালিব হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদ- এবং বিয়েতে সার্বিকভাবে সহযোগিতা করার দায়ে একই আইনে কনের চাচাতো ভাই রায়হানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ জানান, বাল্যবিয়ে বন্ধে উক্ত এলাকায় অভিযান চালিয়ে কনের দাদাকে তিন মাসের কারাদ- এবং সহযোগিতার কারণে চাচাতো ভাইকে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।