ঝিনাইদহ প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে চার বাংলাদেশি দেশে অনুপ্রবেশের সময় বিজিবি হাতে আটক হন। পরে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করে তাদের পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে লালমনিরহাট জেলহাজতে পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন, পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোজাম্মেল হক। এর আগে গত বুধবার দিবাগত রাত একটার দিকে ওই চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, বরগুনা জেলার আমতলী উপজেলার মহিষডাঙ্গা গ্রামের কাজী আব্দুস ছামাদের ছেলে মো. ওয়ালিউল্লাহ (৩৪), নরসিংদী জেলার শিবপুর উপজেলার চাদপাশা গ্রামর আব্দুল হাকিমের ছেলে মো. মুরাদ হোসেন (২৫) , ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কাজিরদোর গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে মো. ইমরান হোসেন (২২) ও ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কামাইদিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে মো. মনিরুজ্জামান (৪৩)। বিজিবি ও পুলিশ জানায়, প্রায় পাঁচ মাস আগে শ্রমিক হিসেবে কাজ করতে ভারতে গিয়েছিলো ওই চার বাংলাদেশি। সেখান থেকে বুধবার রাতে দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এ সময় আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের প্রধান পাড়া এলাকা থেকে আটক করে।
পূর্ববর্তী পোস্ট
আলমডাঙ্গার আইলহাসে গ্রামের পদ্মবিলে অজ্ঞাত সন্ত্রাসীর দুর্বৃত্তায়ন
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ