জীবননগর ব্যুরো: ব্যাডমিন্টন খেলা অবস্থায় হার্ট অ্যাটাকে মারা গেলেন আরিফুর রহমান জনি (ইন্না…..রাজেউন)। গতকাল বুধবার রাত পৌনে ১০টার সময় তিনি হার্ট অ্যাটাকে মারা যান। মৃত আরিফুর রহমান জনি (৪০) জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উথলী গ্রামের মৃত সাইদুর রহমান ধুন্দুর জ্যেষ্ঠ পুত্র।
প্রতক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার রাত ৯টার সময় উথলী বাজারের পাশে আরিফুর রহমান জনিসহ ১০-১২ জন ব্যাডমিন্টন খেলা খেলছিলেন। খেলার এক পর্যায়ে জনি হার্ট অ্যাটাক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় এলাকাবাসী জনিকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জনির অকালমৃত্যু সংবাদ নিজ গ্রামে পৌঁছুলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.