ব্যবসা প্রতিষ্ঠানের চুরিরোধে পাহারাদার বৃদ্ধি করতে হবে
চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজার ব্যবসায়ীবৃন্দের সাধারণসভায় ওসি মাহাব্বুর রহমান
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজার উন্নয়ন কমিটি গঠনের লক্ষে ব্যবসায়ীবৃন্দের সাধারণসভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় চত্বরে এ আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সরোজগঞ্জ বাজার উন্নয়ন কমিটির উপদেষ্টা হাজি সামসুল আলম। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল। ওসি মাহাব্বুর রহমান কাজল বলেন বাংলাদেশের ব্যবসায়ী কেন্দ্র হিসাবে চিটাগাং কে ধরা হলেও চুয়াডাঙ্গার ব্যবসায়ী কেন্দ্র সরোজগঞ্জ, এত বড় একটি বাজারে নাইট গার্ড ছিলো মাত্র ৪জন। ৪জন নাইটগার্ড দিয়ে বড় বাজার রাতে পাহারা দেয়া কঠিন। নবগঠিত কমিটির কাছে আমার অনুরোধ নাইটগার্ড বাড়াতে হবে। বাজারে নাইটগার্ড তদারকি করবো আমরা, তার ফলে চুরির মত ঘটনা ঘটবেনা। ব্যবসায়ীরা যে সেবা আমাদের দেয় তা স্বরণ করার মত তা ব্যবসা করে বলে আমরা সব কিছু পাই। ব্যবসায়ীরা আমাদের কে কি সেবা দিয়ে থাকে সেটা তুলে ধরে বলেন দেখেন ব্যবসায়ী যদি বাজারে লবন না নিয়ে আসতো তা হলে আমরা লবন কি করে পেতাম। তাই ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা করে তাদের সংসার চলে, তাদের পরিবার কে পরিচালনা করতে পারে। তাদের সবকিছুই ব্যবসার মধ্যে দিয়ে সেই খান থেকে যদি চুরি হয়, তাদের কি পরিমান ক্ষতি হয় সেটা নিয়ে ভাবতে। তিনি আরো সকল ব্যবসায়ীদের উদ্দেশে বলেন আপনারা বাজার কমিটির ঘোষিত চাঁদা দেবেন সেই চাঁদা থেকে নাইটগার্ডদের বেতন ভাতা দেয়া সম্ভব হবে, তাছাড়া সম্ভব নয়। তাই সকলে ঘোষিত চাঁদা সঠিক সময়ের মধ্যে দেবেন। যাহারা সারা রাত ধরে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দেবে তারা যদি বেতন না পাই, তা হলে এত কষ্ট করে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দেবে কি করে। যদি সঠিক সময় বেতন না পাই তাহলে নাইটগার্ড পাওয়া যাবেনা। এ সময় উপস্থিত ছিলেন সরোজগঞ্জ বাজার উন্নয়ন কমিটির সদস্য হাজি আজিজুল হক, হাজি মজিবর রহমান, হাজি আব্দুল মালেক মোল্লা, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলি আহম্মদ হাসানুজ্জামান মানিক, গড়াইটুপি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাজু, সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর শিকদার মতিয়ার, ব্যবসায়ী আক্কাচ আলি, হাজি মনিরুল ইসলাম, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর আলি প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জহুরুল আলম জবির। অনুষ্ঠান শেষে কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলি আহম্মেদ হাসানুজ্জামান মানিক কে সভাপতি জহুরুল আলম জবির ও আক্কাচ আলি কে সহ-সভাপতি, হাজি মনিরুল ইসলাম মালিতা কে সাধারণ সম্পাদক নিলুয়ার হোসেন ও মোস্তাফিজুর রহমান মিন্টু কে সহ-সাধারণ সম্পাদক, আশিকুর রহমান কে সাংগঠনিক সম্পাদক, শরিফুল ইসলাম কে কোষাধক্ষ, জিল্লুর রহমান কে প্রচার সম্পাদক, খোরশেদ আলম, আকবর আলি, সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর শিকদার মতিয়ার নির্বাহী সদস্য করে ১৩সদস্য বিশিষ্ট সরোজগঞ্জ বাজার উন্নয়ন কমিটি ও সামসুল আলম কে প্রধান উপদেষ্টা করে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে যাহার সদস্য হলেন হাজি আজিজুল হক, হাবিবুর রহমান, হাজি মজিবর রহমান, হাজি আব্দুল মালেক মোল্লা, আব্দুল করিম মিয়া, ওলি উল্লাহ ও আশাদুল হক।