মেহেরপুর অফিস: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার জন্য মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছে মেহেরপুর জেলা ছাত্রদল। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর পৌর ঈদগা এলাকায় অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। জেলা যুবদলের সদস্য মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক প্রভাষক ফয়েজ আহম্মেদ, সহসাধারণ সম্পাদক হুজাইফা ডিক্লেয়ার, মুজিবনগর উপজেলা ছাত্রদলের নেতা ইয়াসিন, ছাত্রদল নেতা স্বপন হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ওমর ফারুক লিটন, বিএনপি নেতা সিরাজ উদ্দিন, ইউনুস আলী, কুতুবউদ্দিন, জেলা যুবদলের সদস্য খাইরুল ইসলাম, ইসমাইল হোসেন, এরশাদ আলী, জেলা ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম মিন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক লিটন, আমঝুপি ইউনিয়ন ছাত্রদলের নেতা আলিফ হোসেন সহ জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন। পরে একটি মিছিল বের করা হয়। মিছিলটি হাসপাতাল সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ