বেগমপুর প্রতিনিধি: বেগমপুরের শৈলমারী গ্রামের শরিফুলের বিরুদ্ধে অন্যের পুকুর থেকে মাছ চুরি করে ধরে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুকুর মালিক উজলপুর গ্রামের নুর মোহাম্মদ বাদি হয়েছে অভিযুক্ত শরিফুলের বিরুদ্ধে দর্শনা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের উজলপুর গ্রামের বিলপাড়ার হোসেন আলীর ছেলে নুর মোহাম্মদ উজলপুর বিলের মধ্যে ৭ বিঘা জলাকারের একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন। ওই পুকুর থেকে প্রায় রাতে পার্শ্ববর্তী শৈলমারী গ্রামের পিরুর ছেলে শরিফুল ইসলাম চুরি করে মাছ ধরে নিয়ে যায়। মাস দুয়েক পূর্বে রাতে চুরি করে মাছ ধরতে এলে শরিফুলকে হাতেনাতে ধরে ফেলেন পুকুর মালিক নুর মোহাম্মদ। গতপরশু শনিবার গভীর রাতে শরিফুল ৩-৪ জনকে সাথে পুনরায় মাছ ধরতে এলে নুর মোহাম্মদ টের পেয়ে যান। এ নিয়ে উভয়ের মাঝে বাকবিতণ্ডার ঘটনা ঘটে এবং পাহারার জন্য তৈরী কুড়ে ঘরটি ভেঙে ফেলে শরিফুল ও তার লোকজন। এ ঘটনায় পুকুর মালিক নূর মোহাম্মদ বাদি হয়ে গতকাল রোববার দর্শনা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন বলে জনিয়েছেন।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ