বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়া গ্রামে বজ্রপাতে জনি নামের এক যুবক বজ্রপাতে আহত হয়েছেন। আহত জনিকে উদ্ধার করে নেয়া হয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের শেখপাড়ার মহিউদ্দিনের ছেলে জনি (১৮) গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে বাড়ির ছাদে কাপড় নেড়ে দেবার কাজ করছিলেন। মুসলধারে বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতের এ ঘটনায় জনি গুরুতর আহত হন। আহত জনিকে উদ্ধার করে পরিবারের লোকজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা নেবার পর জনি এখন সুস্থ আছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।