মেহেরপুর অফিস: “কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” এই সেøাগানকে সামনে রেখে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়ন পরিষদ চত্বরে এ সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষক লীগ বুড়িপোতা ইউনিয়ন শাখা আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি। বাংলাদেশ কৃষক লীগ বুড়িপোতা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক দাউদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহজামান, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল মিয়া ও সদর উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম। সম্মেলনের উদ্বোধন করেন, জেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুব উল আলম শান্তি। এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন। এ সময় সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিমের সঞ্চালনায়, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, শ্যামপুর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতিন, বারাদী ইউপি চেয়ারম্যান মোমিনুল ইসলাম, আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুলসহ জেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দ্বিতীয় অধিবেশনে নির্বাচনের মাধ্যমে বুড়িপোতা ইউনিয়ন কৃষকলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।