মহেশপুর প্রতিনিধি: বিশ্ব মা দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে মহেশপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’ প্রতিপাদ্য নিয়ে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, মহেশপুর থানার সেকেন্ড অফিসার হায়াৎ মাহামুদ, বিশিষ্ট শিক্ষাবিদ এটিএম খাইরুল আনাম, মহেশপুর সাবেক পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুস সাত্তার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আইসিটি প্রোগ্রাম অফিসার অহিদুল ইসলাম। বক্তারা বিশ্ব মা দিবসের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ