আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, লিজেন্ড বাংলাদেশ এসএসসি ২০০০ ব্যাচের আয়োজনে আলমডাঙ্গার প্রয়াত বন্ধু মুরাদ, সুমন ও এনামের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আলমডাঙ্গা পৌর জান্নাতুল বাকী জামে মসজিদ এতিমখানা লিল্লাহ বোর্ডিং ও ঈদগাহে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা লিজেন্ড গ্রুপের সভাপতি মারুফুল ইসলাম, সেক্রেটারি ইশতেশাম সোহেল, ডা. সজীব, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, ব্যাংকার শাহিন, রাজিব, মাসুদ পারভেজ, মামুন, রাজিব, জাহাঙ্গীর, লিংকন, রয়েল মনা, মোস্তফা, অ্যাড. রাসেল, আকরাম, সাব্বির, বাবু, সোহেল, ফিরোজ, লালন, রুমন, হাবিব, রেজাউল, রিমন, রিয়াজুল, শাপলা, কল্পনা, জোবায়দা, আরিফ, লুৎফর, জব্বার, মজিবরসহ শতাধিক বন্ধু। লিজেন্ড বাংলাদেশ এসএসসি ২০০০ ব্যাচের বন্ধু স্ট্রোকে আক্রান্ত আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক মুরাদ, সড়ক দুর্ঘটনায় কালিদাসপুরের সুমন ও লিভার ক্যান্সারের আক্রাত হয়ে পুরান ঢাকার এনাম মৃত্যুবরণ করেন। দোয়া মাহফিল তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা কবরস্থান মোড় বাজারে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার কবরস্থানমোড় দোকান মালিক সমিতির আয়োজনে কবরস্থানমোড় প্রাঙ্গণে সমিতির সভাপতি আমির হামজার সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, ইউপি সদস্য আলমগীর হোসেন, এসআই আতিকুর রহমান জুয়েল, এএসআই জাহিদুল ইসলাম, এএসআই মসলেম উদ্দিন, হেয়ার প্রসেসিং সভাপতি শহিদ বিশ্বাস, ব্যবসায়ী সেরজান আলী, সমিতির সাধারণ সম্পাদক সামসুল হক, কবরস্থান জামে মসজিদের ইমাম মাও. মো. মেসকাতুল হক, ব্যবসায়ী আব্দুল কাদের টিক্কা, জাহাঙ্গীর আলম, আবু সাইদ, আমিরুল ইসলামসহ ব্যবসায়ীবৃন্দ।
ডাকবাংলা প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহের ডাকবাংলা বাজারে বিট পুলিশিং ও ইফতারি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ঝিনাইদহ সদর থানার অফিস ইনচার্জ শেখ মো. সোহেল রানা। ডাকবাংলা দোকান মালিক সমিতির সাবেক সভাপতি আব্দুর রহমান কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাধুহাটি ইউপি চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন। সাগান্না ইউপি চেয়ারম্যান শেখ মোজাম্মল হক, সাগান্না ইউপির সাবেক চেয়ারম্যান আলাউদ্দীন আল-মামুন, ডাকবাংলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তোহিদুল ইসলাম, ডাকবাংলা দোকান মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক রাজিব শেখ, প্রমুখ। এ সময় বক্তরা আইন শৃংখলার ওপর বিশেষ নজর দেয়ার আহবান করেন। অনুষ্ঠানটি আয়োজন করেন সাধুহাটি ইউপি চেয়ারম্যান ও ডাকবাংলা দোকান মালিক সমিতির।