বিদ্যুতের ওভার ভোল্টেজ : পুড়ে গেছে চুয়াডাঙ্গা ফাতেমা প্লাজা মার্কেট ব্যবসায়ীদের চার লাখ টাকার সামগ্রী
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ফাতেমা প্লাজা মার্কেটে বিদ্যুতের ওভার ভোল্টেজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার দু’দফায় মার্কেটের ব্যবসায়ীদের প্রায় চার লাখ টাকার আইটি সামগ্রী পুড়ে যায়। এ নিয়ে ওই মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে এক রকম আতঙ্কের সৃষ্টি হয়। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর বিদ্যুত বিভাগের লোকজন স্থানীয় ট্রান্সমিটারের সমস্যা দূর করেন।
ফাতেমা প্লাজা আইটি মার্কেট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. বিপ্লব হোসেন মাথাভাঙ্গাকে বলেন, ‘মাকের্টের ব্যবসায়ীরা বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দোকানপাট খোলা শুরু করেন। এরপর দোকানে বিদ্যুত সংযোগ দেয়ার পর সকাল সাড়ে ১০টার দিকে আমার দোকানের কয়েকটি বাল্ব বিস্ফোরিত হয় এবং আগুন ঝরে পড়ে। আমি আতঙ্কিত হয়ে দোকান থেকে বেরিয়ে আসি। এসময় লক্ষ্য করি মার্কেটের সমস্ত ব্যবসায়ীরা হইচই করছেন। দেখি কালো ধোঁয়ায় মাকেট অন্ধকার হয়ে গেচে। এরপর একে একে জানতে পারি মার্কেটের সমস্ত ব্যবসায়ীর ইলেক্ট্রিক জিনিস পুড়ে গেছে।’ মো. বিপ্লব হোসেন জানান, ব্যবসায়ীদের কারো কারো ইউপিএস, এসি, ওসিও মেশিন, সিসি ক্যামেরা, কম্পিউটার, মনিটরসহ দামি ইলেকট্রিক ও ইলেক্ট্রনিক্স সামগ্রী পুড়ে গেছে। যার মূল্য প্রায় ৪ লাখ টাকা।
ফাতেমা প্লাজা মার্কেটের কয়েকজন জানান, ঘটনার পরপরই মার্কেটের বিদ্যুত বন্ধ হয়ে যায়। আমরা চুয়াডাঙ্গা বিদ্যুত বিভাগে অভিযোগ জানালে সেখানকার লোকজন এসে প্রাথমিকভাবে মেরামত সম্পন্ন করেন। এ সময় আমরা প্রতিষ্ঠানে বিদ্যুতের সুইচ দেয়ার সাথে সাথে আরেক দফা বিভিন্ন জিনিস পুড়ে যায়। বিদ্যুত বিভাগের লোকজন জানান, হাই ভোল্টেজের কারণে এমনটি হয়েছে। পরবর্তীতে বিদ্যুত বিভাগের আরেকটি টিম এসে বেলা দেড়টার দিকে বিদ্যুতব্যবস্থা সচল করে।