মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরের জাগুসা গ্রাম থেকে অস্ত্র, গুলি ও ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে র্যাব। শুক্রবার রাত ২ টার দিকে তাদের গ্রেফতার করা হয়। আটকরা হলেন যশোরের বেতালপাড়া গ্রামের শওকত আলীর ছেলে মিলন হোসেন (৩৪) এবং একই জেলার রামনগর খা পাড়া গ্রামের মহব্বত আলীর ছেলে ফরহাদ হোসেন (৩২)। ঝিনাইদহ র্যাব-৬ এর কমান্ডার মেজর শরীফুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের টহলদল অভিযান চালায়। যশোর থেকে আসা একটি মোটরসাইকেলের গতিরোধ করে মিলন হোসেন ও ফরহাদ হোসেনকে আটক করে। তাদের স্বীকারোক্তি মোতাবেক প্যান্টের পকেট থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও মোটরসাইকেলে রাখা ৬০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বিস্ফোরক ও মাদক আইনে মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সন্ত্রাসীমূলক কর্মকা-ের সঙ্গে জড়িত। আটকদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দিয়ে মহেশপুর থানায় হস্তান্তর করা হয় বলেও জানান র্যাবের এ কর্মকর্তা। মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। আসামীদের জেল-হাজতে পাঠানো হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ