ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে শনিবার বিকেলে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বদলিজনিত কারণে তিনি ঝিনাইদহ হতে বিদায় গ্রহণ করছেন। মানবিক এই পুলিশ কর্মকর্তা ঝিনাইদহ সদর থানায় প্রায় দেড়বছর সময় দায়িত্ব পালনকালে রাজনীতিবিদ, সুশীল সমাজ, সাংবাদিক, সুধীসমাজসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের আস্থস অর্জন করতে সক্ষম হন। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ ও ক্ষমতাসীনদের রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। দুষ্টের দমন এবং শিষ্টের পালনে তিনি ছিলেন বদ্ধপরিকর। সকলকে সাথে নিয়ে কাজ করে তিনি আনন্দ উপভোগ করতেন।
বিদায়বেলার বক্তব্যে এসব স্মৃতিচারণ করতে গিয়ে তার চোখ অশ্রুশিক্ত হয়ে পড়েন। চলার পথে পেশাগত দায়িত্ব পালনকালে কেউ কষ্ট পেয়ে থাকলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আহবান জানান। প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়। এছাড়া আবেগঘন বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার বিদায় অনুষ্ঠানে প্রেসক্লাবের আয়োজনে উপস্থিত সকল সদস্য আবেগালুপ্ত হয়ে পড়েন। বিদায়ী অতিথির পরবর্তী কর্মস্থল যেন আরও সাফল্যের ফল্গুধারায় ছড়িয়ে পড়ে তার গৌরবময় কৃতি সমূহ এই আশাব্যদ ব্যক্ত করা হয়।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ