মেহেরপুর অফিস: বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সদস্যদের সাথেসাথে মতবিনিময় করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে মেহেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান, জেলা জজ আদালতের পিপি পল্লব ভট্টাচার্য, জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ আহমেদ বিজন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাবেক পিপি মিয়াজান আলী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইব্রাহিম শাহীন, আসাদুজ্জামান খোকন, একেএম শফিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, সদস্য রুত শোভা মন্ডল ,আব্দুল্লাহ আল মামুন রাসেল প্রমুখ। এদিকে এর আগে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানকে ক্রেস্ট প্রদান করা হয়।