স্টাফ রিপোর্টার: আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধা ৭টার দিকে রজব আলী সুপার মার্কটে অবস্থিত চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে এ প্রস্তুতিসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য আবু বকর সিদ্দিক আবু। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম মনি। প্রস্তুতিসভায় সর্বসম্মতি ভাবে সিদ্ধান্ত হয় আগামী ১ সেপ্টেম্বর সূর্য উদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন। সকাল ১০টায় বিএনপির কার্যালয়ে আলোচনাসভা এবং দোয়া অনুষ্ঠিত হবে। জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা বিএনপির সাবেক তথ্যও গবেষণা সম্পাদক ও বাড়াদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান তোবারক হোসেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক দপ্তর সম্পাদক ইয়াছিন হাসান কাকন, জেলা যুবদলের সাংগাঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজীব খান, কোষাধ্যক্ষ মোমিনুর রহমান মোমিন, পৌর যুবদলের যুগ্মআহবায়ক অপু মালিক, সেচ্ছাসেবক দলের সদস্য বিল্লাল হোসেন, তুহিন ইসলাম, জেলা ছাত্রদলের সহসভাপতি মতিউর রহমান মিশর প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গার দোস্ত গ্রাম থেকে গাঁজাসহ হানুরবাড়াদীর গাজী গ্রেফতার
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ