বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসনকে সংবাদ দিয়ে সহযোগিতা করতে হবে
চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্র ইউনিয়নে ছাত্রীদের মাঝে বাইসাইকেল প্রদান অনুষ্ঠানে সদর ইউএনও
ডিঙ্গেদহ প্রতিনিধি: নারী শিক্ষার মানোন্নয়নে শঙ্করচন্দ্র ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় শঙ্করচন্দ্র ইউপি হলরুমে শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদের অর্থায়নে এ বাইসাইকেল প্রদান করা হয়। শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া। এ সময় তিনি বলেন, দেশের জনগোষ্ঠির অর্ধেক নারী। নারীদের পেছনে রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। আমাদের দেশের অবিভাবকগণ মেয়েদের বোঝা মনে করে অল্প বয়সে বিয়ে দিয়ে দেন। অল্প বয়সে তারা মা হয়। অল্প বয়সে সন্তান ধারনের ফলে কোন কোন সময় সন্তান প্রসবের সময় মা ও শিশুর মৃত্যু হয়, আবার বেঁচে থাকলেও মা ও শিশুর অপুষ্টিজনিত কারনে বিভিন্ন রোগে ভুগতে থাকে। তখন স্বামী সংসারে তার ওপর নেমে আসে অমানবিক নির্যাতন। সেই মেয়েটিকে তালাক দিয়ে অন্য মেয়ের সাথে বিয়ে করার জন্য যৌতুকের দাবি করে শারিরীক ও মানষিক নির্যাতন শুরু করে। এর ফলে মেয়েরা আত্মহত্যার পথ বেছে নেয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নারী শিক্ষার হার ও মান বৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মেয়েদের ফ্রি লেখাপড়ার সুযোগসহ উপবৃত্তি প্রদান করছে। মেয়েদের স্কুলে যাতায়াতের খরচ বাঁচানোর জন্য বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী ছাত্রী বাইসাইকেল প্রদান করা হচ্ছে। যে সকল মেয়েদের বাইসাইকেল প্রদান করা হলো তাদের অবশ্যই লেখাপড়ায় মনোযোগী হতে হবে, ভালো ফলাফল করতে হবে। কোনোভাবেই বাল্যবিয়ে করা যাবে না। যদি কোনো অভিভাবক বাল্যবিয়ে দেয় তবে সংবাদ দিয়ে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। শঙ্করচন্দ্র ইউপি সচিব আশাবুল হক মাসুমের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আইনাল হক, শঙ্করচন্দ্র গ্রামের আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন, ইউপি সদস্য মোরাদ হোসেন। শেষে প্রধান অতিথি শঙ্করচন্দ্র ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ের ১০জন মেধাবী ও গবীব ছাত্রীদের মাঝে বাইসাইকেল তুলে দেন।