মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার বারাদী বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ প্যাকেটকৃত খাদ্যপণ্য এবং নির্মাতা প্রতিষ্ঠানের নাম ঠিকানাবিহীন এবং ওজন ও মূল্য উল্লেখ না থাকা বিপুল পরিমাণ দই জব্দ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে বারাদী বাজারেরে মল্লিক সুইটস, নিউ মিঠাই বাড়ী সুইটস এন্ড ফুড কর্নার ও রাজধানী সুইটস পরিদর্শনকালে উৎপাদন তারিখ বিহীন ও মেয়াদোত্তীর্ণ প্যাকেটকৃত খাদ্যপণ্য এবং মালিকের নাম ঠিকানা, ওজন ও মূল্য উল্লেখ না থাকা ওই দই জব্দ করা হয়।
এ সময় ব্যবসায়ীরা জানান, নিরাপদ খাদ্য আইনে বিশুদ্ধ খাদ্য আদালতে দায়ের করা মামলার আসামি মেহেরপুর সদর উপজেলা সুবিদপুর গ্রামের মো. আকরাম আলীর নিকট হতে এসব খাদ্যপণ্য তারা ক্রয় করেছেন।