বাকবিশিস’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন চুয়াডাঙ্গা পৌর কলেজের অধ্যক্ষ আবু রাশেদ

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি মনোনীত হয়েছেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আবু রাশেদ। গত ২ জুলাই চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) কেন্দ্রীয় কমিটি সভাপতি প্রফেসার আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও বঙ্গবন্ধুর আদর্শে পরিচালিত বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) উদ্দেশ্য ও নীতিমালার প্রতি আস্থাশীল এবং গঠনতন্ত্রের প্রতি আনুগত্য জ্ঞাপন করায় বাকবিশিস’র কেন্দ্রীয় কমিটিতে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আবু রাশেদকে সহ-সভাপতি পদে মনোনীত করা হয়েছে। আগামী দিনে শিক্ষক সমাজকে সংগঠিত করে ন্যায় সঙ্গত দাবি দাওয়া আদায়ে সচেষ্ট থাকবেন এবং শিক্ষার গুনগত মানোন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং সমৃদ্ধ সমাজ গঠনে অগ্রণী ও প্রশংসনীয় ভূমিকা রাখবেন বলে বিশ্বাস করি।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More