বাংলাদেশ আগে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতো এখন উন্নয়নে চ্যাম্পিয়ন হচ্ছে

মুজিবনগরে যুব মহিলা লীগের উঠোন বৈঠকে কেন্দ্রীয় নেত্রী মোনালিসা ইসলাম

মুজিবনগর প্রতিনিধি: বিএনপির আমলে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতো আর এখন শেখ হাসিনার আমলে বাংলাদেশ উন্নয়নে চ্যাম্পিয়ন হচ্ছে। সারা বাংলাদেশের মধ্যে মেহেরপুর মুজিবনগরে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের যে জোয়ার সারা বাংলাদেশে বইছে সেই উন্নয়নের জোয়ারে ভাসছে স্বাধীন বাংলাদেশের প্রথম রাজধানী মেহেরপুর মুজিবনগর। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আবারও দরকার শেখ হাসিনা সরকার। তাই আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। গতকাল শনিবার বিকেলে মোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মোনাখালী ইউনিয়ন যুব মহিলা লীগের আয়োজনে উঠোন বৈঠকে এসব কথা বলেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম। তিনি আরও বলেন, স্যালুট জানাই মানবতার নেত্রী শান্তির নেত্রী যিনি বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। মেহেরপুর মুজিবনগর’র উন্নয়নে আপনাদের ভাই আপনাদের সন্তান মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী রাত-দিন ২৪ঘণ্টা চিন্তা করেন মেহেরপুরের মানুষকে কিভাবে ভালো রাখবেন। মেহেরপুরকে আরও কিভাবে উন্নয়ন করা যায়। জননেত্রী শেখ হাসিনার সততা ও আদর্শকে তিনি বুকে ধারণ করে মেহেরপুরকে একটি উন্নয়নশীল জনপদ হিসেবে গড়ে তুলছেন। শেখ হাসিনার উন্নয়নের ধারা পৌঁছে দিতে মোনাখালী ইউনিয়ন যুব মহিলা লীগের উদ্যোগে এ উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে মোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ যুব মহিলা লীগ মেহেরপুর শাখার সাধারণ সম্পাদিকা রুথ শোভা মন্ডলের সঞ্চালনায় মোনাখালী ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি শিমুল রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির সহধর্মিনী কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউল বাসিরা পলি, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন, সম্পাদক তহমিনা খাতুন সহ মোনাখালী ইউনিয়ন যুব মহিলা লীগের বিপুল সংখ্যক নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More