বাংলাদেশকে অনেকেই এখন উদীয়মান অর্থনীতির দেশ বলে আখ্যা দিচ্ছে
চুয়াডাঙ্গায় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ কর্মশালায় জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নিরাপদ অভিবাসন নিশ্চিত করণে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও প্রবাসী কর্মীদের সন্তানদের মাঝে বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইতিহাস বিভাগের সেমিনার হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এ আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব্ করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ। প্রধান অতিথি ছিলেন রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশকে অনেকেই এখন উদীয়মান অর্থনীতির দেশ বলে আখ্যা দিচ্ছে। বিদেশী রেমিট্যান্স দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। আমাদের শুধু বিদেশ গেলেই হবে না। দক্ষ হয়ে প্রশিক্ষণ নিয়ে বিদেশ যেতে হবে। নিরাপদে বিদেশ যেতে হবে। তাহলে ভালো বেতন পাওয়া যাবে। যেখানে ভালো সুযোগ আছে, আমাদের সেখানে যেতে হবে। এখন বিশ্ব হাতের মুঠোয়। সরকারি অফিসের ওয়েবসাইটেও সকল তথ্য থাকে। আমাদের দেশের ভবিষ্যৎ নির্ভর করছে তরুণ প্রজন্মের ওপর। তাই সচেতন হতে হবে। জানতে হবে। বৈধ পথে বিদেশ যেতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক লেহাজ উদ্দীন। চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধাপক মুন্সি আবু সাঈফের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক সফিকুল ইসলাম, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান দেলোয়ার হোসেন, চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. মোছাব্বেরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে ৪ জন শিক্ষার্থীকে ২৭ হাজার ৫শ টাকা করে ও দুজনকে ৩৪ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।