বসতভিটা হারিয়ে ভুক্তভোগীর গাছের নিচে মানবেতর জীবনযাপন

চুয়াডাঙ্গার বাটিকাডাঙ্গায় আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান

গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গার বাটিকাডাঙ্গায় আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালনা করেন নাজির পেয়াদাসহ পুলিশের টিম। ভ‚মিহীন পরিবারটি তাদের বসতভিটা হারিয়ে গাছতলায় মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘ মামলায় ফলশ্রæতিতে ডিক্রীদারের অন‚ক‚লে দখল করে দেয়া হয়।

স‚ত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের ৯৭নং বাটিকাডাঙ্গার মৌজায়, সদর এর মিস-৪৪/১৯৯৭ নং মোকদ্দমার নালিশী জমিতে ডিক্রীদারের অনুক‚লে দখল প্রদানের নির্দেশ দেন চুয়াডাঙ্গা জেলার ভারপ্রাপ্ত জজ নেজারত শাখা। গত ১৭/২/২২ তারিখের ১১১নং স্মারকের ১৩৩ নং নির্দেশ। নির্দেশনা অনুযায়ী গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে নাজির পেয়াদাসহ পুলিশের টিমের উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।এ সময় ভুক্তভোগী পরিবারের বসতভিটা উচ্ছেদ করা হয়।

এদিকে গ্রামবাসী জানান, গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মৃত ফারুক হোসেন ও তার সহোদর রেজাউল হক ওই জমিটি স্থানীয় এক ব্যক্তির শরিকানা জমি ক্রয় করেন। পরে ওই জমিতে মামলা হলে দীর্ঘ ২৫ বছর পরে আদালতের নির্দেশে গতকাল বসতভিটার বাড়ি উচ্ছেদ করা হয়। বিষয়টি নিয়ে গ্রামে একাধিকবার সালিস করেও কোনো সুরাহা হয়নি।

গ্রামবাসীরা আরো জানায়, গ্রামের ইতিহাসে এটি বিরল। মানুষের বসবাসের ঘরবাড়ি উচ্ছেদ করা হয়। ওই পরিবারটির জমি বলতে তার ঘরের বসতভিটে ছাড়া নেই। তারা ঘরবাড়ি হারিয়ে গাছের তলায় মানবেতর জীবনযাপন করছেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের নাজির মাসুদুজ্জামান বলেন, আমরা আদালতের নির্দেশ পালন করতে এসেছি। যদিও বিষয়টি অমানবিক। তারপরও আদালতের নির্দেশ মোতাবেক উচ্ছেদ অভিযান করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জজের জারিকারক নাসির উদ্দিন, হাশেম আলী, আমজাদ হোসেন, অ্যাড. কমিশনার জামাল উদ্দিন শেখ, তিতুদহ ক্যাম্প ইনচার্জ মেজবা ও জেলা পুলিশের টিম।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More