বর্তমান সরকারের নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ
দামুড়হুদার কার্পাসডাঙ্গায় বাইসাকেল ও সেলাইমেশিন বিতরণকালে ইউএনও
কার্পাসডাঙ্গা/ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কৃতি শিক্ষার্থী ও অসহায় নারীদের মাঝে বাইসাইকেল ও সেলাইমেশিন বিতরণ করা হয়েছে। দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে গতকাল সোমবার বিকেল ৩টায় ইউনিয়ন পরিষদে ১২জন কৃতি শিক্ষার্থী ও ৩৩টি অসহায় নারীদের মাঝে এ বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন দামুড়হুদার উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম। তিনি বলেন, যেসব শিক্ষার্থীর স্কুল বাড়ি থেকে একটু দূরে, সেসব শিক্ষার্থীকে সাইকেল এবং অসহায় নারীদের সেলাইমেশিন দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নের শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হবে। নারীরা যাতে শিক্ষাখাতে পিছিয়ে না পড়ে, সে বিষয়ে সরকার যেসব পদক্ষেপ গ্রহণ করেছে, তারই একটি অংশ হচ্ছে আজকের এই বাইসাইকেল ও সেলাইমেশিন বিতরণ কার্যক্রম। অনুষ্ঠানে কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ। এ সময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নজির আহমেদ, সহ-সভাপতি আব্দুল কাদের বিশ্বাস, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, সাংগাঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল ইউপি সদস্য আলমগীর হোসেন, সিরাজুল ইসলাম, বিল্লাল হোসেন, মনিরুজ্জামান মন্টু, মাহবুব হোসেন, আব্দুস সালাম, আব্দুর রাজ্জাক, নূর হোসেন ভগু, সাজিবার রহমান, আনেহুর বেগম, সুমিয়া খাতুন, দেলোয়ারা বেগম, ইউনিয়ন পরিষদের সচিব মহি উদ্দিন, সহকারী সচিব তপন কুমার।