মেহেরপুর অফিস: বাংলাদেশ ইমাম সমিতি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে সিলেটে বন্যার্তদের মাঝে ত্রাণ সহযোগিতা বিতরণের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে মাওলানা সানোয়ার হোসেন, হাফেজ মাওলানা বোরহান উদ্দিন ও মাওলানা ইসমাইল হোসেন ত্রাণ সামগ্রী নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন। এর আগে সেখানে মোনাজাত করা হয়। মেহেরপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা রোকনুজ্জামান মোনাজাত পরিচালনা করেন।