স্টাফ রিপোর্টার: ছয় জেলায় বজ্রপাতে বিএনপি নেতা, শিক্ষার্থী ও কৃষকসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে শিক্ষার্থী, রাজশাহীর বাঘা, পটুয়াখালীর মির্জাগঞ্জ ও ঝালকাঠির কাঁঠালিয়ায় তিন কৃষক, চাঁদপুরের হাজীগঞ্জে যুবক এবং বাগেরহাটের মোংলায় বিএনপি নেতা রয়েছেন। হবিগঞ্জের চুনারুঘাটে বৃহস্পতিবার দুপুরে ঘণ্টাব্যাপী এ ঝড়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গাছপালা ও ঘরবাড়ি উপড়ে পড়েছে। ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের চা বাগান ও পাহাড়ি এলাকায় ঝড়ে অর্ধশত গাছ ভেঙে পড়ে। এতে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বজ্রপাতে আবির দেওয়ান নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার আউটশাহী ইউনিয়নের তস্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি এ গ্রামের আলমগীর দেওয়ানের ছেলে ও বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। স্থানীয় বাসিন্দা হারুন ভূইয়া জানান, বৃষ্টির সময় আবির দেওয়ান তাদের বাড়ির পাশে পুকুর পাড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহী: রাজশাহীর বাঘায় নিজ জমিতে ভূট্টার বীজ লাগানোর সময় বজ্রপাতে মানিক হোসেন মন্ডল নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলার আড়ানীর হামিদকুড়া মাঠে এ ঘটনা ঘটেছে। মানিক হোসেন মন্ডল হামিদকুড়া গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে।
চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় শাহাব উদ্দিন প্রধানিয়া নামে এক শ্রমিক বজ্রপাতে মারা গেছেন। বৃহস্পতিবার বিকেলে হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা ইউনিয়নে লাউকোড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি লাউকরা মাঠে ধান কাটতে গিয়েছিলেন।
বাগেরহাট: বাগেরহাটের মোংলায় বজ্রপাতে মো. নাসির শেখ নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা মিঠাখালী এলাকায় নিজ বাড়ির পুকুরে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে। নাছির শেখ মিঠাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক।
পটুয়াখালী: পটুয়াখালীর মির্জাগঞ্জে শ্রীমন্ত নদীর চরে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার নাম মো. হালিম হাওলাদার। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পূর্ব সুবিদখালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হালিম পূর্ব সুবিদখালী গ্রামের ১নং ওয়ার্ডের মৃত ছাদেম আলী হাওলাদারের ছেলে।
ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়ায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মো. ওয়ালিউর রহমান বিশ্বাস নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
হবিগঞ্জ: দুপুরে আকাশে কালোমেঘ জমে কালবৈশাখী ঝড় শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী ঝড়ে উপজেলার দেওরগাছ, আহম্মদাবাদ, গাজীপুর, পাইকপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসংখ্য গাছপালা উপড়ে পড়ে। অনেকের ঘর উপড়ে যায়। গাছের ঢাল ভেঙে ঘরের ছাল ভেঙে পড়ে।
জামালপুর: দেওয়ানগঞ্জে প্রচ- শিলাবৃষ্টি হয়েছে। শিলার আঘাতে বাহাদুরাবাদ ইউনিয়নে ঝালরচর, কুতুবের চর, কলাকান্দা এলাকায় ভুট্টা ও পাকা ধান নুইয়ে পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রচ- বৃষ্টিতে বাহাদুরাবাদে সরদারপাড়া সড়ক ধসে গেছে।
গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরের মধ্যপাড়া ইউনিয়নের দুর্গাপুর এলাকায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বজ্রপাতে একটি বকনা গরু মারা গেছে।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.