স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। যার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বেগমপুর কলোনিপাড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার অন্তর্ভুক্ত বেগমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন পরশুদিন সোমবার বেগমপুর ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। বিএনপির দায়িত্বশীল পদে থেকে এ ধরনের কাজ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সঞ্চার হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বেগমপুর কলোনিপাড়া বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বিএনপির নেতাকর্মীরা। এ সময় বক্তারা তার বহিষ্কারাদেশ না হওয়া পর্যন্ত আন্দোলন করবেন বলে জানান বক্তারা। প্রতিবাদ সমাবেশে এলাকার বিএনপিমনা কর্মী সমর্থকরা তাদের একাত্মতা ঘোষণা করেন। এছাড়াও তার বিরুদ্ধে টেন্ডারবাজি, দালালিসহ আ.লীগের সাথে আঁতাত করে চলার অভিযোগ করেন বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন বেগমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশাবুল হক, সহসভাপতি আশরাফুল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, ১নং ওয়ার্ড সভাপতি শফিউদ্দিন, সেক্রেটারি জাফর আলি, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিন্টু ফারাজী, সেক্রেটারি হানিফ উদ্দিন, ৩নং ওয়ার্ড সভাপতি উসমান আলি, সেক্রেটারি গাফফার আলী, ৪নং ওয়ার্ড সভাপতি শফি ডাক্তার, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, ৬নং ওয়ার্ড সভাপতি ইমরান হোসেন বাবু, সেক্রেটারি শফিউল, ৭নং ওয়ার্ড সভাপতি মোজাম্মেল, ৮নং ওয়ার্ড সভাপতি আবুল কালাম, সেক্রেটারি বুলবুল। ৯নং ওয়ার্ড সভাপতি আব্দুল হাই, সেক্রেটারি ইনামুল হক বিএনপি নেতা ইউনুস আলী, নওশাদ আলী, দর্শনা থানা যুবদলের আহ্বায়ক ফরহাদ হোসেন ও যুবদল নেতা সোহাগসহ সমাবেশে স্থানীয় বিএনপির আড়াই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।