দামুড়হুদা অফিস: রাতের আধারে দামুড়হুদা পুরাতন বাস্তপুর গ্রামের লিয়াকত আলীর প্রায় ১ বিঘা পরিমাণ জমির ফলন্ত ফুলকপি গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে কৃষক লিয়াকত আলীর ফলন্ত ফুলকপি গাছ কেটে দিয়ে যায় দুর্বৃত্তরা। এতে করে কৃষকের প্রায় অর্ধলাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।
জানা যায়, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের পুরাতন বাস্তপুর গ্রামের আবুল হকের ছেলে কৃষক লিয়াকত আলী গ্রামের চরের মাঠে একবিঘা জমি বর্গা নিয়ে ফুলকপি চাষ করে। নিত্যদিনের মতো বুধবার সকালে ওই ফুলকপির ক্ষেতে গিয়ে কৃষক লিয়াকত আলী দেখাতে পান তার জমির অধিকাংশ ফুলকপি গাছ কে, বা কারা কেটে দিয়ে গেছে।
কৃষক লিয়াকত আলী জানান, বুধবার সকালে কপি ক্ষেতে গিয়ে দেখতে পাই পুরো জমির অধিকাংশ ফলন্ত ফুলকপি গাছ কাটা পড়ে আছে। ধারণা করছি হয়তো কেউ শত্রুতা করে রাতের আধারে এ ঘটনা ঘটিয়েছে। আমি অনেক কষ্টে জমিটুকু বর্গা নিয়ে ধার দেনা করে কপি লাগিয়ে ছিলাম। আমার এই ক্ষতিপূরণকে দেবে। আমার অনেক বড় ক্ষতি হয়ে গেলো। এ ঘটনায় কৃষক লিয়াকত আলী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানার একটি সাধারণ ডায়েরি করেছেন বলেও জানিয়েছেন।
পূর্ববর্তী পোস্ট
আলমডাঙ্গা খাদিমপুরে পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল উদ্ধার
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ