ফুটবলের ঐতিহ্য ফেরাতে বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে
দামুড়হুদায় মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক
দামুড়হুদা প্রতিনিধি: ‘চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ এ সেøাগানে দামুড়হুদায় মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট ২০২৩ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। খেলার নির্ধারিত সময়ানুযায়ী দামুড়হুদা উপজেলার ৪টি ইউনিয়নের দল অংশগ্রহণ করে। সেমিফাইনালে নতিপোতা ইউনিয়ন একাদশ ২-০ গোলে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন একাদশ কে পরাজিত করে ফাইনালে ওঠে। দামুড়হুদা ইউনিয়ন একাদশ বনাম কার্পাসডাঙ্গা ইউনিয়ন একাদশ নির্ধারিত সময়ে গোল করতে না পারলে খেলাটি ট্রাইবেকারে গড়াই। ট্রাইবেকারে দামুড়হুদা ইউনিয়ন একাদশকে ৩-১ গোলে হারিয়ে ফাইনাল খেলার সুযোগ করে নেই কার্পাসডাঙ্গা ইউনিয়ন একাদশ। ফাইনাল খেলায় মুখোমুখি মাঠে নামে নতিপোতা ইউনিয়ন একাদশ বনাম কার্পাসডাঙ্গা ইউনিয়ন একাদশ। খেলায় নতিপোতা ইউনিয়ন একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে কার্পাসডাঙ্গা ইউনিয়ন একাদশ। দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের টফি তুলে দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান বক্তব্যে বলেন, মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার একমাত্র মাধ্যম হলো খেলাধুলা। তাই মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে। ফুটবল খেলায় দেশজুড়ে চুয়াডাঙ্গা জেলার সুনাম রয়েছে। স্থানীয় পর্যায়ে বেশি বেশি খেলাধুলার আয়োজনের মাধ্যমে সেই ঐতিহ্য আবার ফিরিয়ে আনতে হবে। তিনি আরও বলেন, ফুটবল একটি জনপ্রিয় খেলা। মাদকের ভয়াল থাবা থেকে আগামী প্রজন্মকে রক্ষা করার জন্যই এই মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের আয়োজন। আগামীতে এ জেলায় খুব শীঘ্রই ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিয়ত উল্লাহ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চুয়াডাঙ্গার সার্বিক সহযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম, নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন আলী, কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দীন, হাউলী ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান নিজাম উদ্দিন। দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম নুরুন্নবী। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (অপারেশন) শফিউল আলম, দামুড়হুদা উপজেলা উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম প্রমুখ। খেলা পরিচালনা করেন সৈয়দ মাসুদুর রহমান, সহকারী ছিলেন ইউসুফ আলী, তিতুয়ার রহমান, শহিদ আজম সদু। খেলা চলাকালীন সময়ে ধারাভাষ্যকার ছিলেন শামীম খান।