ফিলিস্তিনে ইসরাইলী বর্বর গণহত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গা-মেহেরপুরে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
গাজা ও রাফাহ’র নির্যাতিত মানুষের পাশে বিশ্ব মুসলিম উম্মাহকে দাঁড়ানোর আহ্বান
স্টাফ রিপোর্টার: গত কয়েকদিন ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকা ও রাফাহবাসীর উপর ইসরাইল বর্বর হত্যাযজ্ঞ চালাচ্ছে। গণহত্যার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে গতকাল চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। বেলা ১১টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে মুখে কালো কাপড় বেঁধে ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ জানান। মানববন্ধন শেষে মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে শহীদ হাসান চত্বরে সমাবেশ করে। চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল ইকবালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খান। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তৌফিক এলাহী, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন।
সমাবেশে শাহাজান খান বলেন, ইসরাইলের হামলার প্রতিবাদে সকলকে রুখে দাঁড়াতে হবে। তাদের পণ্য বয়কট করতে হবে। আমাদের সুযোগ থাকলে আমরা অবশ্যই গাজাবাসীর পক্ষে সরাসরি যুদ্ধ করতাম। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা বলেন, বর্তমান আধুনিক বিশ্বে ইসরাইলের এই বর্বর হত্যাযজ্ঞ আইয়্যামে জাহিলিয়াত যুগের কথা মনে করিয়ে দেয়। ২০২৩ সালের অক্টোবর থেকে ধারাবাহিক হামলায় ৭০০ জনের মত শহীদ হয়েছেন, যেখানে অনেকেই শিশু ছিলো। গত কয়েকদিনে রাফাহে ইসরাইলী হামলায় ১৩৫০ জন শহীদ হয়েছেন যার মধ্যে ৪৯০ জন শিশু। এই হত্যাকা-ের প্রতিবাদে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে বিশ্বের মুসলিম উম্মাহকে দাঁড়াতে হবে। চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাইমুম আরাফাতের উপস্থাপনায় বিক্ষোভ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম, খন্দকার আরিফ, নাঈম হাসান, সাহাবুদ্দিন আহমেদ, যুগ্ম-সম্পাদক আমান উল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব, সাদ্দাম হোসেন, আব্দুল হাদিদ জিতু, একরামুল হক, নাফিজা খানম সুরভী, সহ-সাধারণ সম্পাদক রমজান আলী, শাহাজান আলী সান, সহ-সাংগঠনিক সম্পাদক তৌফিক আহমেদ ইরান, স্বাধীন শেখ, রাশিদুল ইসলাম, রিফাত উল হক, ক্রীড়া সম্পাদক বিক্রম সাদিক মিলন, ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মো. আবু সুফিয়ান, সহযোগাযোগ সম্পাদক নাজমুল হুসাইন, সদস্য শোয়েব তিতাস, রাহাত উল হক, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রকিবুল হাসান, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, যুগ্ম-আহ্বায়ক ওয়ালিদ হাসান, মোস্তাফিজুর রহমান কনক, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আল বেলাল।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, ফিলিস্তিনের গাজা, রাফাহ ইজরায়েল এর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে মুখে কালো কাপড় বেধে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে অবস্থান কর্মসূচি পালন করেছে দামুড়হুদা উপজেলা ছাত্রদল। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলা ছাত্র দলের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজ চত্বরে অনুষ্ঠিত কর্মসূচীতে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজ, সদস্য সচিব এম ডি কে সুলতান জসিম। উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজ শাখার সভাপতি বশির রায়হান, সিনিয়র সহ-সভাপতি নকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল রানা, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সাদিকুর রহমানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
আমঝুপি প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়নে পিরোজপুর খান পাড়া যুব সংঘের উদ্যোগ ফিলিস্তিনের গাজায় ইসরাইলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলা প্রতিবাদ বিক্ষোভ মিছিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫ টায় পিরোজপুর প্রধান প্রধান সড়কগুলোই বিক্ষোভ করেন। উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলম, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নস্কর আলী, মেহেরপুর সদর উপজেলা যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান বিপ্লব, পিরোজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুল ইসলাম, পিরোজপুর ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক মিয়ারুল ইসলাম, পিরোজপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম, বিএনপি নেতা শামসুজ্জোহা, যুবদল নেতা আকবর হোসেন, যুবদল নেতা মজিবর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাজেদুর রহমান সবুজ, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এস আই টুটুল। সার্বিক সহযোগিতায় ছিলেন ছাত্রদল নেতা সালাউদ্দিন আহমেদ।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এসময় নেতাকর্মীরা ইসরাইলী বর্বরতা রুখতে ইসরাইলী ও মার্কিন পণ্য বয়কটের ডাক দেন। জেলা ছাত্রদলের ব্যানারে আয়োজিত বিক্ষোভে কয়েকশ নেতাকর্মী অংশ নেন। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ছাত্রদলের সভাপতি সমীনুজ্জামান সমিন ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতাকর্মীরা ফিলিস্তিনকে সমর্থন দিয়ে নানা স্লোগান দিতে থাকেন। এসময় ইসরাইলি বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের প্রতিবাদে বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিল শেষে ছাত্রদলের নেতাকর্মীরা শহরের পায়রা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। এসময় বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাংগঠনিক সম্পাদক বখতিয়ার রহমান। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমরান হোসেন, সাহেদ হোসেন, কেসি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান, সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাকিব হোসাইন প্রমুখ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.