স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। এছাড়া আরও উপস্থিত ছিলেন ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, ডেপুটি রেজিস্ট্রার নাফিউল ইসলাম জোয়ার্দ্দার, পরীক্ষা নিয়ন্ত্রক ও কৃষি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. নাহিদ পারভেজ, পরিচালক (অর্থ) আব্দুল মজিদ বিশ্বাস। এছাড়া আরও উপস্থিত ছিলেন পাবলিক হেলথ্ বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক সাজিন ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মো. মোস্তাফিজুর রহমান, ইংলিশ বিভাগের বিভাগীয় প্রধান উম্মে তোহফা, সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোছা. সামসুন নাহার, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মোছা. নুরুন্নাহার, ইইই বিভাগের বিভাগীয় প্রধান মো. আরিফুর রহমান, আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. বিল্লাহ হোসেন, মার্কেন্টাইল ব্যাংক চুয়াডাঙ্গা শাখার সেকেন্ড ম্যানেজারসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সকল বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।