স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় উদ্ধার করা হয়েছে ৪৯৫ গ্রাম উন্নতমানের সোনার গয়না। গতকাল শনিবার বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্ণেল মোহাম্মদ খালেকুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দর্শনা সীমান্তের নাস্তিপুর জোড়া ব্রিজ এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে সোনা পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে বারাদী বিওপি কমান্ডার নায়েব সুবেদার মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা পালিয়ে গেলেও সেখান থেকে উদ্ধার করা হয় ৪৯৫ গ্রাম (৪২.৪৪ ভরি) ওজনের উন্নতমানের সোনার গয়না। উদ্ধারকৃত সোনার গয়নার আনুমানিক মূল্য ৩১ লাখ ৮৩ হাজার টাকা। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্ণেল মোহাম্মদ খালেকুজ্জামান জানান, এ বিষয়ে দর্শনা থানায় প্রচলিত আইনে একটি মামলা করা হয়েছে। উদ্ধারকৃত সোনার গয়নাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ