স্টাফ রিপোর্টার: দামুড়হুদার নতিপোতায় প্রাক্তন স্ত্রীর নিজ জমিতে বাড়ি নির্মাণকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ উভয়পক্ষের চারজন ধারালো অস্ত্রের কোপে জখম হয়েছেন। এছাড়াও এক নারীকে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৯ টার দিকে দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে উভয়পক্ষ। প্রথম পক্ষের আহতরা হলেন-নতিপোতা গ্রামের উত্তরপাড়ার মৃত মোহাম্মদ ম-লের ছেলে মসলেম ফকির (৬০) ও তার ছেলে সোহেল রানা (২৫)। অপর পক্ষের আহতরা হলেন- একই গ্রামের দক্ষিণপাড়ার চাঁদ আলীর স্ত্রী ফুলসিরাত বেগম (৬০) তার ছেলে ফিত্তাজ আলী (৫০) ও তার মেয়ে শিল্পী খাতুন (২২)। স্থানীয়রা জানান, প্রায় ৯ বছর আগে নতিপোতা গ্রামের ফিত্তাজ আলীর মেয়ে শিল্পী খাতুনের সাথে একই গ্রামের উত্তরপাড়ার মসলেম ফকিরের ছেলে সোহেল রানার বিয়ে হয়। সে সময় জামাই ও মেয়ের নামে তিন কাঠা জমি কিনে দেন ফিত্তাজ। পরে পারিবারিক কলহের জেরে সোহেল রানা শিল্পী খাতুনকে তালাক দেন। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। বিয়ে বিচ্ছেদর পর শিল্পী খাতুন তার পাওনা দেড় কাঠা জমি দাবি করে আসছেন। এই জমির ভাগ চাওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। পরে গত বুধবার স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থেকে আমিন দিয়ে জমি মাপজোখ করে ভাগ করে দেন। পরে গতকাল সকালে নিজের দেড় কাঠা জমিতে বাড়ি নির্মাণ করতে গেলে আরও বিরোধে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। দেশীয় ধারালো অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি হামলায় আহত হয় তারা। এতে ধারালো অস্ত্রের কোপে শিল্পসহ চারজন জখম হয়। পিটিয়ে আহত করা হয় বৃদ্ধা ফুলসিরাত বেগমকে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, নারীসহ চারজনের শরীরে বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের জখম পাওয়া গেছে। ক্ষতস্থানে সেলাই প্রদান করা হয়েছে। বৃদ্ধার শরীরে শক্ত লাঠি জাতীয় বস্তুর আঘাতের আলামত আছে। প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে ভর্তি করা হয়েছে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে উভয়পক্ষের ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহতের ঘটনা জেনেছি। উভয়পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। মামলার প্রস্তুতি চলছে। এখনও কাউকে আটক করা যায়নি। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গার গোলাপনগরে বিএডিসির কাজের সরঞ্জাম নিতে বাধা দেয়ার অভিযোগ
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ