প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষির বহুলাংশে উন্নয়ন হচ্ছে

দামুড়হুদার নতিপোতা ইউনিয়নে কৃষি মেলায় অতিরিক্ত জেলা প্রশাসক

ভালাইপুর প্রতিনিধি: নিরাপদ খাদ্য, পানির অপচয় রোধে ও ভার্মি কম্পোস্ট সার ব্যবহারে উদ্বুদ্ধ করতে দামুড়হুদার নতিপোতা ইউনিয়নে কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলার নতিপোতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা আয়োজনে জেএফজিই এর সহযোগিতায় ওয়াসেফ প্রকল্পের আওতায় কৃষি মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াসেপ প্রকল্পের উপজেলা এপেক্স কমিটির সভাপতি মোখলেছুর রহমান। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরাফাত রহমান তিনি বলেন, কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের পাশাপশি বেসরকারি প্রতিষ্ঠান গুলো নতুন প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে এবং সেগুলোর ব্যবহার শুরু হয়েছে। এসব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষির বহুলাংশে উন্নয়ন হচ্ছে। নিরাপদ খাদ্য, পানির অপচয় রোধে ও ভার্মি কম্পোস্ট সার ব্যবহারে উদ্বুদ্ধ করতে চুয়াডাঙ্গায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা বিশেষ ভূমিকা রাখছেন। এছাড়াও মাঠ পর্যায়েও কৃষি কর্মকর্তাদের সহযোগিতা নিয়ে বা কৃষকদের প্রশিক্ষণরে মাধ্যমে কৃষি খাদে ব্যাপক ভূমিকা পালন করছেন। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা। তিনি বলেন বৃহত্তর আকারে কৃষি কাজ করতে কৃষি জমির বিকল্প নেই, একেকজন কৃষক একেকজন বিজ্ঞানী আজকের এই কৃষিমেলায় কৃষকদের তৈরি ৩০টি স্টল ঘুরে তারই প্রমান মেলে। বাংলাদেশ এখন বিশ্বের একটি সফল রাষ্ট্র। কৃষিতে সরকারের অভূতপূর্ব সফলতার কারণ হলো কৃষকদের মাঝে স্বল্পমূল্যে কৃষি উপকরণ সঠিক সময়ে পৌঁছে দেয়া এবং সমবন্টন করা। তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবেনা, আমাদের সকলেরই উচিৎ ফসলি জমির পাশাপাশি বসত ভিটাই নিরাপদ সবজি উৎপাদন করা। মেলার উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজিব পাল। দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার বিশ্বাস। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে দামুড়হুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি বিভার্স চন্দ্রা সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান ও দামুড়হুদা উপজেলা ফেডারেশনের সহ-সভাপতি আশরাফুজ্জামান পিন্টু ও উপজেলা ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ। সকল অতিথির মেলার স্টল পরিদর্শন করে উত্তম কৃষি অনুশীলন ও পানি সাশ্রয়ী কৃষি, মাটির স্বাস্থ্যের উন্নতি, নিরাপদ খাদ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তার গুরুত্বে এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব ফুটিয়ে তোলায় কৃষকদের অভিনন্দন জানান অতিথিদ্বয়। আলোচনা শেষে বিকেলে কৃষকদের খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী তোফায়েল আহমেদ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More