ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার গোপিনাথপুর গ্রামে ৭০ বছরের এক প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ তদন্তে শুক্রবার সকালে ভবানীপুর পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শনিবার বিকেলে বৃদ্ধা ও তার মেয়ে হরিণাকুণ্ডু থানায় উপস্থিত হয়ে অভিযোগ দিয়েছেন। তাহেরহুদা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার সাব্বির আহম্মেদ খবরের সত্যতা স্বীকার করে জানান, গত রোববার (১৮ অক্টোবর) দিনের বেলায় ওই বৃদ্ধা মানিক জোয়ারদারের বাড়ি থেকে বাঁশ বাগানের মধ্য দিয়ে যাচ্ছিলেন। এ সময় মতিয়ার রহমান ওরফে মতি ফকির (৬০) নামে এক ব্যক্তি তাকে ধর্ষণের চেষ্টা চালায়। মতি ফকির গোপিনাথপুর গ্রামের মৃত সোনা জোয়ারদারের ছেলে। সে এখন পলাতক রয়েছে।
গ্রামবাসী জানায়, গত রোববার বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা করা হলে তিনি গ্রামের ম-ল মাতবরদের দারস্ত হন। কিন্তু কেউ তার বিচার করে দেয়নি। বিলম্বে খবর পেয়ে শুক্রবার ভবানীপুর পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনাস্থলে এসে জানতে পেরেছেন বৃদ্ধা ধর্ষণ হয়নি, তবে চেষ্টা করা হয়। হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, আমি অভিযোগ পেয়েছি। যার বিরুদ্ধে অভিযোগ সে এলাকায় খারাপ মানুষ হিসেবে পরিচিত। তদন্ত করে আমি ব্যবস্থা নেবো বলে তিনি উল্লেখ করেন।