প্রকাশ্যে গলায় ছুরি ধরে হত্যার হুমকি দেয়ায় সাংবাদিক সোহরাব আটক
স্টাফ রিপোর্টার: প্রকাশ্যে গলায় ছুরি ধরে হত্যার হুমকি দেন শ্রী ঘরে কথিত অনলাইন সাংবাদিক চুয়াডাঙ্গা বড় মসজিদপাড়ার সোহরাব হোসেন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের বিগবাজারের সামনে থেকে তাকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। আটককৃত সোহরাব হোসেন চুয়াডাঙ্গা বড় মসজিদপাড়ার আহসান হাবীবের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান জানান, এক মোটরসাইকেল মেকানিককে প্রকাশ্যে ছুরি হাতে হত্যার হুমকি ও মারধরের সময় সোহরাব হোসেনকে আটক করা হয়। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।