সরোজগঞ্জ প্রতিনিধি: পূর্বশত্রুতার জেরে ফুলবাড়ি গ্রামের সাংবাদিক ইলিয়াছ হোসেনকে কুপিয়ে জখম করেছে একই গ্রামের মৃত আব্দুলের ছেলে সাবিদুল হক, ছাবদার আলির ছেলে শাহিন আলি, আজিজের ছেলে শফিরুল ইসলাম। আহত সাংবাদিক ইলিয়াছ হোসেনকে (২৮) উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার মাথায় ৪টি সেলায় প্রদান করেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ফুলবাড়ি ময়নাগাড়ির মাঠে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক ইলিয়াছ হোসেন ফুলবাড়ি গ্রামের মৃত বিশারত আলী মন্ডলের ছেলে। আহত সাংবাদিক ইলিয়াছ হোসেন জানান, আমি বাড়ি হতে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা পল্লী উন্নয়ন সংস্থান (পাস) অফিসার যাবার পথে ময়নাগাড়ির মাঠে আমার ভুট্টার জমি দেখতে যাবার পথে একই গ্রামের মৃত আব্দুলের ছেলে সাবিদুল হক, ছাবদার আলির ছেলে শাহিন আলি, আজিজের ছেলে শফিরুল ইসলাম পূর্বপরিকল্পিতভাবে রড ও হাসুয়া দিয়ে মাথায় ও বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। কি কারণে আপনাকে মারতে আসলো এমন প্রশ্ন করায় তিনি বলেন এই বিষয়ে আমার সাথে তাদের কোনো বিরোধ ছিলোনা, কি কারণে তারা আমাকে হত্যা করা জন্য রড ও হাসুয়া দিয়ে মাথায় কোপ দিলো আমার জানা নেই। জখম অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় ইলিয়াছ হোসেনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তার ক্ষতস্থানে ৪টি সেলায় দেয়া হয়েছে বলে জানান। তিনি আশঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়ি নেয়া হয়েছে। এই বিষয়ে ইলিয়াছ হোসেন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সরোজগঞ্জ সাংবাদিক ইউনিটের পক্ষ থেকে সাংবাদিক ইলিয়াছ হোসেন হত্যার চেষ্টা করা আসামিদের চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.