দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার চিৎলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ জয়ন্তী উৎসবের সমাপনী দিনে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণী ও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি অ্যাড. বজলুর রহমান ডাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা থানা বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান মনির, বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল হাসান তনু, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, দামুড়হুদা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল বাবু। দামুড়হুদা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শতবর্ষ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক আবুল হাসেম ও অ্যাড. হাসানুজ্জামান সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আনসার আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজুর রহমান মিল্টন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, তরিকুল ইসলাম লিটন, সদস্য ইজাজুল হক, যুবদল নেতা শওকত আলী, লাভলু, আব্দুস সালাম। প্রাক্তন কৃতি ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড. আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, ইমদাদ হোসেন, দেলোয়ার হোসেন দলু, সোনালী ব্যাংকের সাবেক জিএম আমির হোসেন, ঢাকা হাই কোর্টের অ্যাডভোকেট রুস্তম খান, ড.জামিল রশিদ শিবলু, গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইকবল হোসেন, সহকারী শিক্ষক বিপুল কুমার, সফল তরুণ উদ্যোক্তা কলকাতা ইউনিভার্সিটির সাবেকে ছাত্র জাহাঙ্গীর আলম, জাতীয় বৃক্ষরোপণে পুরস্কার প্রাপ্ত বক্তিত্ব মঙ্গল সাধু, চুয়াডাঙ্গা জর্জ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নাজমুল হাসান লাভলু, সার্জেন্ট শ্যামল কুমার হালদার, সাব ইন্সপেক্টর তারক কুমার হালদার, চিকিৎসক আশিকুজ্জামান, শতবর্ষী প্রবীণ ব্যক্তিত্ব আব্দুর জলিল মালিতা, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালেক খান, সাধারণ সম্পাদক বকুল হোসেন। রাতে দেশের বিভিন্ন নামিদামী সংগীত শিল্পীদের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.