স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলার আলহাজ মীর মহি উদ্দীন সভাপতি ও হাজি আকবর আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আলমডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আলহাজ মীর মহি উদ্দীন ও হাজি আকবার আলী ৯ম বারের মত বিনা প্রতিদ্বন্দ্বিতায় চুয়াডাঙ্গা জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ জানুয়ারি শনিবার চুয়াডাঙ্গা চেম্বার অফ কমার্স ভবনের কনফারেন্স রুমে কণ্ঠভোটে ২৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার কার্যকারী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি মাসুদুজ্জামান লিটু বিশ^াস, সহ-সভাপতি হাজি হাবিবুর রহমান, সহ-সভাপতি হাজি হাফিজুর রহমান, সহ-সভাপতি জগবন্দু বসু, সহ-সভাপতি শ্যামসুন্দর আগরওয়ালা, যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজি হারুন-অর-রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোসাবুল ইসলাম লিটন, কোষাধ্যক্ষ হাজি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাজি সামসুল ইসলাম, প্রচার সম্পাদক ফারুক আলম, দপ্তর সম্পাদক আনিসুর রহমান, নির্বাহী সদস্য হাজি আনসার আলী, মীর ইসমাইল হোসেন, আসিফ-আল-নূর তানিম, সাঈদ হাসান, হাজি তবিবর রহমান, সায়ফুল ইসলাম, বসিরুল হক, উম্মাদ আলী জোয়ার্দ্দার প্রমুখ। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা ইউনিটের ২০২৩-২০২৫ কার্যকারী কমিটির নির্বাচনে রিটানিং অফিসারের দায়িত্বে ছিলেন অ্যাডভোকেট সৈয়দ হেদায়েতুল ইসলাম।