পুনরায় নির্বাচিত হওয়ায় মেয়র রিটনকে ঊষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা

মেহেরপুর অফিস: সদ্যসমাপ্ত মেহেরপুর পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ায় মাহফুজুর রহমান রিটনকে ঊষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে মেহেরপুরের সর্বস্তরের মানুষ। মেহেরপুর পৌরসভা নির্বাচনে মাহফুজুর রহমান রিটন বিপুল ভোটের ব্যবধানে পৌর মেয়র পদে পুনর্নির্বাচিত হওয়ায় বিশাল আনন্দ মিছিল করেছে মেহেরপুর পৌর এলাকার মানুষ।

গতকাল রোববার বিকেলে নবনির্বাচিত পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে শহরের কাথুলী বাসস্ট্যান্ড থেকে শুরু করে আনন্দ একটি মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

আনন্দ মিছিলের অগ্রভাগে মাহফুজুর রহমান রিটন নৌকার আদলে তৈরি বিশেষ যানে দাঁড়িয়ে মিছিলের নেতৃত্ব দেন। তার দু-পাশে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. মিয়াজান আলী ও অ্যাড. ইয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন। বিশাল বিজয় মিছিলে রঙ মেখে বিভিন্ন শ্রেণিপেশার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। বিশেষ করে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকা থেকে অগত কয়েকশ’ মহিলা বিজয় মিছিলে অংশগ্রহণ করেন।

মিছিলটি শহর প্রদক্ষিণের সময় প্রধান সড়কের দু’পাশে নারী-পুরুষ, আবাল-বৃদ্ধ বনিতা মেয়র মাহফুজুর রহমান রিটনকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় মাহফুজুর রহমান রিটন হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন। আনন্দ মিছিল শেষে মেহেরপুর জেলা পরিষদের সামনে জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন নবনির্বাচিত মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. মিয়াজান আলী ও অ্যাড. ইয়ারুল ইসলাম। মিছিলে কয়েকজন নবনির্বাচিত কাউন্সিলর কে অংশ নিতে দেখা যায়।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More