দামুড়হুদা প্রতিনিধি: পিতা মাতার ওপর অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে আসা দুই শিশুকে ৯৯৯ নাম্বারের ফোন পেয়ে কোষাঘাটা গ্রাম থেকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে তুলে দিয়েছেন দামুড়হুদা মডেল থানা পুলিশ। গতকাল বুধবার সকালে দামুড়হুদা মডেল থানা পুলিশ ওই দুই শিশুকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে।
জানা গেছে, গতকাল বুধবার সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামের মোহাম্মদ আলী ব্যাপারীর দুই ছেলে মুশফিকুর রহমান (৭) ও তানভির হাসান মুরসালিন (৩) অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে দামুড়হুদার কোষাঘাটা গ্রামে চলে আসে। এ সময় দামুড়হুদার কোষাঘাটা গ্রামের জোহর আলী শিশু দুটিকে তার বাড়িতে নিয়ে যান। কিছু সময় পর ৯৯৯ নাম্বারের ফোন পেয়ে দামুড়হুদা মডেল থানার এসআই ওবাইদুর রহমান ঘটনাস্থলে পৌঁছান। শিশু দুটির সাথে কথা বলে তাদের পরিবারের সদস্যদের সংবাদ দেন। এর কিছুক্ষণ পর শিশু দুটির পিতা-মাতাসহ পরিবারের লোকজন এলে থানা পুলিশ শিশু দুটিকে তাদের পরিবারের কাছে তুলে দেন। এ বিষয়ে দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী বলেন, কোষাঘাটা মোড়ে দুটি ছোট শিশুকে ঘোরাঘুরি করতে দেখে জোহর আলী নামে এক ব্যক্তি তাদেরকে তার বাড়িতে নেন এবং তাৎক্ষণিক আমাকে খবর দিলে আমি ছুটে যায় জোহর আলীর বাড়ি। শিশু দুটির সাথে কথা বলে তাদের বাড়ির ঠিকানা নিই। ততক্ষণে দামুড়হুদা মডেল থানা পুলিশ এসে পৌঁছায়। পুলিশ তাদের পরিবারের লোকজনকে খবর দিয়ে ডেকে এনে তাদেরকে পরিবারের হেফাজতে দিয়ে দেয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় থেকে বাবা-মায়ের ওপর অভিমান করে দুই শিশু বাড়ি থেকে দামুড়হুদার কোষাঘাটা গ্রামে চলে আসে। পরে ৯৯৯এ ফোন পেয়ে শিশু দুটিকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।