পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে চুয়াডাঙ্গায় বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন

 

স্টাফ রিপোর্টার: স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।  এ উপলক্ষে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে পদ্মা সেতু বিষয়ে রচনা প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রাত ৮টায় অনলাইনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবলী সরকারি উচ্চ বিদ্যালয় দলকে হারিয়ে চুয়াডাঙ্গা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় দল জয়লাভ করেছে। এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শহিদুল আলম ও মোহাম্মদ সাদাত হোসেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. আব্দুর রশিদ, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক আশরাফ হোসেন ও শাহ আলম সনি বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More