জীবননগর ব্যুরো: পদোন্নতি পেয়ে নতুন কর্মস্থলে পদায়নের জন্য বদলী করা হয়েছে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামকে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় হতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারী করা হয়। তাকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ষ জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে তাকে এ পদে যোগদান করার নির্দেশ দেয়া হয়েছে। অপরদিকে এখন পর্যন্ত জীবননগর উপজেলায় কাউকে ইউএনও হিসেবে পদায়ন করা হয়নি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামকে পদোন্নতি দিয়ে কুষ্টিয়ার এডিসি পদে পদায়ন করা হয়। সিরাজুল ইসলাম যশোর জেলার শার্শা উপজেলার গদখালী গ্রামের কৃতি সন্তান। ২৯ তম বিসিএসের প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা ২০১৮ সালে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। ব্যাংকার স্ত্রী ও এক কন্যা সন্তানের জনক সিনিয়র সহকারী সচিব সিরাজুল ইসলাম এ উপজেলায় যোগদানের পর তিনি তার কর্মদক্ষতার মাধ্যমে অতি অল্প দিনে এ উপজেলার মানুষের হৃদয় জয় করতে সক্ষম হন।