নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলম মালিক খোকনকে বিজয়ী করার আহ্বান
চুয়াডাঙ্গা পৌর নির্বাচন উপলক্ষে জেলা আওয়ামী লীগের মতবিনিময়সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর নির্বাচন উপলক্ষে জেলা আওয়ামী লীগের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে (নতুন ভবন) এ মতবিনিময়সভার আয়োজন করা হয়। মতবিনিময়সভায় পৌর এলাকার ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ওয়ার্ডের সাবেক সভাপতি/সাধারণ সম্পাদকসহ জেলা আওয়ামী লীগ, জেলা শ্রমিক লীগ, সাবেক জেলা যুবলীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, সাবেক জেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি এবিএম জহুরুল ইসলাম জোয়ার্দ্দার। সভায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের নির্বাহী সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি, সহসভাপতি নাসির উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও অ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সাংগঠনিক সম্পাদক মুফতি মাসুদউজ্জামান লিটু বিশ্বাস, উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, নির্বাহী সদস্য জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, শ্রমিক লীগের সভাপতি মো. আফজালুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক রিপন ম-ল, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি/সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আব্দুল কাদের, সিরাজুল ইসলাম আসমান, জেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা নুরুন্নাহার কাকলী, ছন্দা, শম্পা, সাথী, শিরিন, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফিয়া সাহাব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গরিব রুহানী মাসুম ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সহসভাপতি সাহাবুল হোসেন, ছাত্রলীগ নেতা তারেক, ফিরোজ, বাপ্পী, অয়ন জোয়ার্দ্দার, সোহেলসহ নেতৃবৃন্দ।
সভায় সকলের সর্বসম্মতিক্রমে আগামী ২৮ ডিসেম্বর পৌর নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী জাহাঙ্গীর আলম মালিক খোকনকে বিজয়ী করা লক্ষে সিদ্ধান্ত গৃহীত হয়। সভা সঞ্চালনায় ছিলেন চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা।