স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বড় মসজিদপাড়ার আসলাম উদ্দিনকে নেশাজাতীয় ইনজেকশনসহ আটকের পর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা শহরের রেলবাজার বটতলা থেকে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার। সাজাপ্রাপ্ত আসলাম উদ্দিন (৪৬) চুয়াডাঙ্গা বড় মসজিদপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকারের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের একটি টিম জেলা শহরের রেলবাজার এলাকায় অভিযান চালান। এসময় রেলবাজার বটতলা থেকে ১ পিস বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আটক করা হয় আসলাম উদ্দিনকে। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৪ মাসের কারাদ- ও ৫০০ টাকা অর্থদ- প্রদান করা হয়। গতকালই সাজাপ্রাপ্ত আসলামকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ