স্টাফ রিপোর্টার: নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে ও শিক্ষার্থীদের সুরক্ষার বিষয় চিন্তা করে সরকার যেখানে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। সেখানে সরকারি নির্দেশ অমান্য করে কার্পাসডাঙ্গার কোমরপুরে কোচিং মালিক মো. জামসেদ চালিয়ে যাচ্ছেন তার কোচিং বাণিজ্য। সরকারের নির্দেশনার তোয়াক্কা না করেই সকাল থেকে রাত পর্যন্ত নিয়মিত ক্লাস করাচ্ছেন শিক্ষার্থীদের। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যে চালিয়ে যাচ্ছে কোচিং বাণিজ্য। শিক্ষার্থীদের ভেতরে ঢুকিয়ে নিয়ে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়া হচ্ছে। আবার কোচিং শেষে বাইরে থেকে সেই তালা খুলে শিক্ষার্থীদের বের করে দিচ্ছেন। জনসমাগম এড়াতে যেখানে সরকার দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দিয়েছে সেখানে এই নির্দেশনা উপেক্ষা করে কোচিং সেন্টার খোলা রাখছেন তিনি। সকাল ৬ টা থেকে ৯ পর্যন্ত এবং বিকাল ৫ টা থেকে সন্ধ্যা পর্যন্ত কোমরপুরে জামসেদ তার কোচিং সেন্টারে শিক্ষার্থীদের এ কোচিং করাচ্ছেন।
এ ব্যাপারে কোচিং সেন্টারের মালিক মো. জামসেদের কাছে কোচিং করানোর বিষয়ে জানতে চাইলে তিনি জানান, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে। শিক্ষার্থীদের পড়িয়ে আমি অন্যায় কিছু করছি না। এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি দেখছি।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ