জীবননগর ব্যুরো: পিতা আবুল কাশেম (৬৫) ও পুত্র জসিম উদ্দিন (৩৭) দু’জনই জীবননগর বাজারের কাঁচামাল ব্যবসায়ী। বাড়ি উপজেলার প্রতাবপুর গ্রামে। জসিমের আকস্মিক মস্তিষ্কবিকৃত ঘটে। কাঁচা তরিতরকারি বিক্রি বন্ধ হয়ে যায় তার। জসিম পাগলামি শুরু করে। পরিবারের লোকজন তাকে বাড়িতে নজরবন্দি করে রাখে। এ অবস্থায় গত বছরের ৩ নভেম্বর জসিম নিখোঁজ হয়। নিখোঁজের ৩ মাস পর গতকাল বৃহস্পতিবার ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা হতে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জীবননগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাংবাদিক জামাল হোসেন খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রে জানা যায়, গত বছরের ৩ নভেম্বর লুঙ্গি পরিহিত অবস্থায় জসিম উদ্দিন বাড়ি থেকে নিখোঁজ হন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজিসহ এ দিনই জীবননগর থানাতে নিখোঁজ বিষয়ে একটি সাধারণ ডায়রি করা হয়। জীবননগর থানা হতে দেশের প্রতিটি থানায় জসিম নিখোঁজের বিষয়ে ছবি পাঠানো হয় কিন্তু গত ৩ মাসেও তার কোনো খোঁজ মেলেনি। এ অবস্থায় গতকাল ফরিদপুরের চরভদ্রাসন থানা পুলিশ উপজেলার দুর্গম একটি এলাকা হতে তার মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, জসিম সম্ভবত একদিন পূর্বে মারা গেছে। কারণ তার শরীর ফুলতে শুরু করেছে। কাউন্সিলর জামাল হোসেন খোকন জানান, নিখোঁজের পর জসিম তার বাড়ি হতে অনেক দূরে চলে গেছে। সম্ভবত সেই অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।