স্টাফ রিপোর্টার: দামুড়হুদা মালিক সুপার মার্কেটের মালিক জুড়ানপুর আত্ব-তাওহীদ মাদরাসার প্রতিষ্ঠাতা জুড়ানপুর গ্রামের মরহুম আবুল হোসেন মল্লিকের বড় ছেলে লন্ডন প্রবাসী হাজি মনিরুজ্জামান (৭৪) ইন্তেকাল করেছেন। গতকাল বুধবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় লন্ডনের স্কটল্যান্ডস্থ নিজ বাসায় মারা যান তিনি। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭ টায় লন্ডনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ৪ কন্যা সন্তানের জনক মরহুম হাজি মনিরুজ্জামান বিগত কয়েকমাস যাবত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ লন্ডনের স্কটল্যান্ডে জুটমিলে চাকরি করতেন। চাকরি থেকে অবসরে যাওয়ার পর স্কটল্যান্ডেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এলাকার কৃতি সন্তান মরহুম হাজি মনিরুজ্জামান জীবদ্দশায় অসংখ্য মসজিদ মাদরাসায় দান-সাদকা করে গেছেন।
এদিকে লন্ডন প্রবাসী হাজি মনিরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি মরহুমের আত্মার শান্তি ও রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান, দামুড়হুদা মালিক সুপার মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি সেলিম উদ্দীন বগা, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রশিদ, মরহুমের মেজো ভাই মিল্টন, ছোট ভাই রানাসহ মার্কেটের সকল ব্যবসায়ী ও শুভাকাঙ্খিবৃন্দ। এছাড়া মার্কেট মালিকের মৃত্যুতে দোকান মালিক সমিতির পক্ষ থেকে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় মার্কেট চত্বরে দোয়া মাহফিল আয়োজনের পাশাপাশি দুপুর ২ টা পর্যন্ত মার্কেটের সকল দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়া, আরও পড়ুনঃ