কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নাটুদাহ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মসলেম উদ্দিন (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে………রাজেউন)। গতকাল বুধবার সকাল ৫টার দিকে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের নিজ বাসভবণে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৫ মেয়ে, নাতি নাতনীসহ অসংখ্য গুণাগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। শিক্ষক মসলেম উদ্দিন ইংরেজি বিষয়ের উপর শিক্ষকতা করতেন। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নাটুদাহ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মওলা বকস মন্টু ও প্রধান শিক্ষক আব্দুল মান্নান। গতকাল বুধবার বেলা ৩টার দিকে আনন্দবাস কবরস্থানে বিভিন্ন শ্রেনি পেশার মুসুল্লিদের উপস্থিতিতে তার জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। উল্লেখ্য শিক্ষক মসলেম উদ্দিন নাটুদাহ মাধ্যমিক বিদ্যালয়ে ১৯৬৩ সালে যোগদান করে ২০০২ সালে অবসর গ্রহণ করেন।