রতন বিশ্বাস: বিদ্যালয়ের এসএমসির সদস্য যখন প্রকৃতিপ্রেমী তখন স্কুলে একটি বাগান না থাকলে তা বেশ বেমানান। এমনটাই করেছেন দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের চন্দ্রবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সদস্য ও ইউপি সদস্য খলিলুর রহমান খলিলের নিজের একান্ত প্রচেষ্টায় গড়ে তুলেছেন স্কুলের ভেতর একটি দৃষ্টিনন্দন ফুল বাগান। সেখানে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ।
সরেজমিনে দেখা যায়, স্কুলের বাগানে ঠাঁই পেয়েছে কয়েক প্রজাতির গাছ। পরম যতেœ সেখানে বেড়ে উঠছে এসব গাছ।
খলিলুর রহমান জানান, প্রতিনিয়তই তার বাগানে বেড়েই চলছে গাছের সংখ্যা। আমি বিদ্যালয় প্রাঙ্গণে দৃষ্টিনন্দন একটি বাগান করতে চাই। গাছ গাছালির প্রতি ছোট থেকে আমার প্রেম। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে তিনি ফুলে ফলে সাজাতে চান স্কুলের চারপাশ। গড়ে তুলতে চান বড় আকারের বাগান। তার স্বপ্ন স্কুল ঘিরে বাগান নয় বরং বাগান ঘিরে স্কুল থাকবে। আজকের এই বাগান আমার কাছে সন্তানতুল্য।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ খাতুন বলেন, আমাদের স্কুলের এসএমসির সদস্য ও ইউপি সদস্য খলিলুর রহমান তার একান্ত প্রচেষ্টায় কাজ শুরু করেন। তার চেষ্টায় এখানে একটি সুন্দর বাগান তৈরি হয়েছে। তার এই উদ্যোগকে সাধুবাদ জানায়।
নাটুদাহ ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসানুজ্জামান পিন্টু বলেন, স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ও ইউপি সদস্য খলিলুর রহমানের উদ্যোগে ও তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে এ বাগান। বাগান স্কুলের সৌন্দর্য বাড়িয়েছে। শিক্ষার পরিবেশকেও সৌন্দর্যম-িত করবে। ফুল সবাই ভালোবাসেন। কিন্তু ফুলের বাগান করা কষ্টসাধ্য। স্কুলে বাগান করা আরো কষ্টকর। ওনার আগ্রহে এবং পরিশ্রমে ফুলের বাগান করা সম্ভব হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ