কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়ন আওয়ামী লীগের ঘোষিত কমিটি গঠনের প্রতিবাদে নেতাকর্মীদের প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৫ টার দিকে আটকবর মোড় প্রাঙ্গনে ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাটুদাহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি। এ সময় উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক মজিবর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল্লাহ খান, আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক, শিক্ষক শহিদুল ইসলাম, ৭ নং ওয়ার্ড সভাপতি আবু সামা, সাধারণ সম্পাদক কলিম উদ্দিন, ১ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মেম্বার, সুজাত আলী, চারুলিয়া ওয়ার্ডের সাধারণ সম্পাদক নিহাজ উদ্দিন, কাজি বুলবুল, ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইনছুর আলী, আওয়ামী লীগ নেতা নিহাজ উদ্দিন, মুনছুর আলী, মো. শফিকুল, বাহারুল, নাটুদাহ ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসানুজ্জামান পিন্টু বিশ্বাস, যুবলীগ নেতা মওলা বকস মন্টু, নাজমুল হোসেন, ছাত্রলীগ সভাপতি লিমন খানসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজুল আলম ঝন্টু ও সাবেক সাধারণ সম্পাদক (বর্তমান সভাপতি) মাহফুজুর রহমান মঞ্জু স্বাক্ষরিত ১৩-০৩-২০২২ অনুমোদিত নাটুদাহ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ফেসবুকে দেখা যায়। বিষয়টি নাটুদাহ এলাকায় ছড়িয়ে পড়লে ত্যাগী নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়। বক্তারা বলেন, অযোগ্য ব্যক্তিদের কমিটিতে স্থান দিয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে। যা কোন ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা কিছুই জানে না। কমিটি গঠনের বিষয়ে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা কিছুই জানেনা। অতি সত্তর এই কমিটি বাতিল করে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করার দাবি জানিয়েছে নেতাকর্মীরা।